মুন্সীগঞ্জে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাখালের মৃত্যু

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় রিপন মিয়া (৪৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় রিপন মিয়া (৪৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা-মাওয়া-খুলনা ট্রেন লাইনের সিরাজদিখানের রামের খোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন রৌমারী উপজেলায় মিয়ার বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রিপন মিয়া দীর্ঘদিন যাবত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মোকসেদ মিয়ার বাড়িতে রাখালের কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবার সে রামেরখোলা নামক স্থানে রেললাইনের ওপর মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী বলেন, রিপন দীর্ঘদিন যাবত কুচিয়ামোড়া এলাকায় মোকসেদ মিয়ার বাড়ির কাজ করতেন। বুধবার বিকেলে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।

সিরাজদিখান থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মুক্তার হোসেন বলেন, রেললাইনে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তারা অবগত রয়েছেন। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।

ব.ম শামীম/এসএসএইচ

Topic:

See Latest News Visit Source Page